রাণা বসু



 
Lalit Mohan Sen


১.
সিধে পাঁচ পা ফেলছি।
একবালতি দুধ ঢেলে রাখা থাকে
যে দালানে সোমত্ত মেয়ে গামছা জড়িয়ে
চুল ঝাড়ে আর বুক ফেটে যায়


তার বাড়ির সন্ধের মেম্বার আমি

২.
কোশ মরে যায়
বেঁচে থাকে চেয়ার টেবিলগুলো

যে পেরেকটার প্রাণ আছে ওই গ্রহে
সে খুব সস্তা আর নরম
কিন্তু তার বুকেও
এতটা আহামরি নেই

৩.
চেয়ে থাকা যায়।

চেয়ে না থাকা
অনেক বেশি নিজস্ব


8 comments:

  1. ১,২... ভালো লাগলো

    ReplyDelete
  2. ১ এর লাস্ট লাইন আর ৩... দারুণ

    ReplyDelete
  3. কবিতা বেশ।

    আচ্ছা, আপনিই তো সেই রাণা বসু? "বিশ্বাস একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম"--এটা আপনারই লেখা?

    ReplyDelete
  4. ফাটাফাটি।

    ReplyDelete