মনোজ দে

 
স্মৃতিদল


টোটেম বারাত আসে
         তোমার বিস্ফোরণের রাতে

গোধূলি ডিঙিয়ে যে সড়ক
                             ভেসে ওঠে
পারাপার তার দোষ

হে আবহমান!
ভাষ্কর্যতারিখ। পাতাঝরার শাসন
ট্রাফিকসুলভ  জমানায়
আমি তার প্রলেতারিয়েত




সফর

আছড়ে পড়ছে স্নায়ু

ভ্রমণপিপাসু বলে
চাঁদ জ্বেলেছিল যারা
                 আদতে দরজা
বাইলেন লুকিয়ে রাখে

ধাবা থেকে উঠে এল
                    যে মেয়েটি
মুখভর্তি অন্ধ
 তার

তুমি, নদীমাতৃক দেশের কথা
শোনাবে কীভাবে




শিল্পদাগ

এ দেশে সেলাই        আজও শিল্প

দু'কুচি বরফ
চাপ দিলে জোড়া লাগে

লীনতাপ নিয়ে সেমিনার

পাবলিকেশন। জার্নাল
           শরীর জুড়ে ঘা ফুটে ওঠে

এ দেশে ক্ষতকে
কাঁথাস্টিচ বলা হয়
  






8 comments:

  1. শিল্পদাগ, দারুণ লাগলো

    ReplyDelete
  2. ভাষ্কর্যতারিখ শুধু কেন, মনোজ, বস, তোর এখনও অবধি সেরা ৩টে লেখা

    ReplyDelete
  3. শিল্পদাগ...দুর্ধর্ষ। জার্নাল শরীর জুড়ে ঘা ফুটে ওঠে... এদেশে ক্ষতকে কাঁথাস্টিচ বলা হয়। প্রতিটি কবিতার ভিতরের কথা শুধু সেই কবিতাটিই জানে; কিভাবে কী বলতে হয়। এবং এই কবিতাটিও যেন মাথা উঁচু করে চলছে মহিয়সীর মত; আশেপাশে আমরা উনাকে দেখছি ; পড়ব পড়ব করছি; পারছি না। আমরা কিচ্ছু পারছি না।

    ReplyDelete
  4. ভাষ্কর্যতারিখ শুধু কেন, মনোজ, বস, তোর এখনও অবধি সেরা ৩টে লেখা

    ReplyDelete
  5. Shilpo daag kobita ti khoob bhalo laglo

    ReplyDelete
  6. তিনটেই অসাধারণ। সফর কবিতাটিকে আমি প্রথমে রাখলাম।

    ReplyDelete